দ্য রিপোর্ট প্রতিবেদক : অবরোধ প্রত্যাহার না করায় বিরোধী দলের নেতাদের মুক্তি দেওয়া হয়নি বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী তোফায়েল আহমেদ।

সচিবালয়ে বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রডেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

নির্বাচনকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া এই মন্ত্রী বলেন, আলোচনার সময় তারা কারাগারে বন্দী নেতাদের মুক্তিসহ কিছু শর্ত দিয়েছিল। আমরা বলেছিলাম, অবরোধ তুলে নিলে আমরা শর্তগুলো পূরণ করতে পারব। তারা অবরোধ প্রত্যাহার করেননি, আমাদেরও শর্ত পূরণ করা সম্ভব হয়নি।

দুই দলের মহাসচিব পর্যায়ের আলোচনার বিষয়ে জানতে চাইলে তোফায়েল আরও বলেন, আমরা তিনবার আলোচনায় বসেছিলাম। জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতে দুইবার এবং পরে নিজেরা একবার বসেছিলাম।

দুই দলের প্রস্তাব বিনিময়ের পর তা নিজ নিজ দল ও নেত্রীকে জানানো হয়েছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, তাদের সঙ্গে আমাদের আবারও বসার সম্ভাবনা আছে।

দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা করার সুযোগ ‘কম’ বলেও জানান তিনি।

হাইকমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, সন্ত্রাস নিয়ে তাদের মতো আমাদেরও উদ্বেগ আছে। আশা করি এক সময় এটারও অবসান ঘটবে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমএআর/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)