দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকার প্রথম স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি। এদিন এ শেয়ারের দর বেড়েছে ৯.৯৪ শতাংশ বা ৩.১ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে ডেল্টা স্পিনার্সের শেয়ার দর বেড়েছে ৯.৪৭ শতাংশ বা ৩.৮ টাকা, সিনোবাংলার দর বেড়েছে ৮.০৯ শতাংশ বা ২.৩ টাকা, সাফকো স্পিনিংয়ের ৭.৭১ শতাংশ বা ২.৩ টাকা, গোল্ডেন সনের ৭.৫৯ শতাংশ বা ৪.৩ টাকা, ৪র্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৭.৩১ শতাংশ বা ১৩.৯ টাকা, স্টান্ডার্ড সিরামিকের ৬.৫৯ শতাংশ বা ২.৫ টাকা, লিগ্যাসী ফুটওয়্যারের ৬.৫৭ শতাংশ বা ২.৯ টাকা, কোহিনূর কেমিক্যালের ৫.৯৪ শতাংশ বা ২০.১ টাকা এবং জেনারেশন নেক্সেটের শেয়ার দর বেড়েছে ৫.৭০ শতাংশ বা ২.১ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)