পিপলস লিজিংয়ের রাইটের আবেদন নাকোচ
দ্য রিপোর্ট প্রতিবেদক: আর্থিক খাতের পিপলস লিজিংয়ের রাইট শেয়ারের আবেদন নাকোচ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৯ ডিসেম্বর বিএসইসির পক্ষ থেকে পিপলস লিজিং কর্তৃপক্ষকে রাইট শেয়ার সংক্রান্ত সংশোধিত কাগজপত্র নির্ধারিত সময়ে জমা না দেওয়ার কারণ জানতে চাওয়া হয়। এর জবাবে গত ১৭ ডিসেম্বর কম্পানির পক্ষ থেকে প্রেরিত চিঠিতে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণে রাইট শেয়ার সংক্রান্ত সংশোধিত কাগজপত্র সময়মত জমা দিতে না পারার কথা জানানো হয়। পাশাপাশি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কাগজপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছে।
জবাবে বৃহস্পতিবার বিএসইসির পক্ষ থেকে এ কোম্পানির রাইট শেয়ারের কাগজপত্র জমা দেওয়ার সময় না বাড়ানোর কথা জানানো হয়েছে এবং রাইট শেয়ারের আবেদন নাকোচ করার কথা বলা হয়েছে।
এর আগে ২০১১ সালের মে মাসে পিপলস লিজিং ২:১ অনুপাতে রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয়।
(দ্য রিপোর্ট/এইচকে/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)