আলোকচিত্র প্রদর্শনী ‘ইটার্নাল জাপান’
দ্য রিপোর্ট প্রতিবেদক : ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে শনিবার থেকে শুরু হচ্ছে সাংবাদিক মনজুরুল হকের ‘ইটার্নাল জাপান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।
মনজুরুল হক জাপানে সাংবাদিকতা করছেন বহুদিন ধরে। তার ছবিতে তিনি জাপানের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছেন। পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীতে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট শিল্পী কাইয়ুম চৌধুরী। শনিবার বিকেল সাড়ে ৫টায় এ প্রর্দশনী উদ্বোধন করবেন কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন জাপান দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর হিরোউকি মিনামি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের।
প্রদর্শনী আয়োজক বেঙ্গল গ্যালাররি অব ফাইন আর্টস ও প্রথম আলো।
২১ ডিসেম্বর শুরু হয়ে এ প্রদর্শনী চলবে ২৫ ডিসেম্বর। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
(দ্য রিপোর্ট/কেএম/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)