আমজাদ হোসেন, দ্য রিপোর্ট : অনিবার্য কারণে আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় নারী উদ্যোক্তা সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। তবে সম্মেলনের পরবর্তী তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

সম্মেলন স্থগিতের বিষয়ে জানতে চাইলে নারী উদ্যোক্তা শাহেলা বুটিকসের স্বত্বাধিকারী শাহেলা পারভিন ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক একটি সম্মেলনের আয়োজন করলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত করা হয়েছে।

তবে রাজনৈতিক অস্থিরতার কারণে সম্মেলন স্থগিত করার বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) শাখার মহাব্যবস্থাপক সুকোমল রায় চৌধুরি। তিনি দ্য রিপোর্টকে বলেন, রাজনৈতিক কারণে নয়, অনিবার্য কারণবশত: সম্মেলনটি স্থগিত করা হয়েছে। সম্মেলনের সময়সূচী পরে নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশের নারী উদ্যোক্তা ও তাদের পণ্য নিয়ে আগামী ২৩ ডিসেম্বর রূপসী বাংলা হোটেলে দিনব্যাপী নারী উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করেছিল বাংলাদেশ ব্যাংক। মেলায় সারাদেশ থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের ১ হাজার নারী উদ্যোক্তার অংশ নেওয়ার কথা ছিল।

সম্মেলনে দেশের প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীসহ বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক, আইএমএফ, জাইকা, ইউএসএইড, ইউএনডিপি, কেয়ারসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও বিদেশি রাষ্ট্রদূতদের উপস্থিত থাকার কথা ছিল।

বাংলাদেশ ব্যাংকের এসএমই শাখা সূত্রে জানা গেছে, সম্মেলনটি ড. আতিউর রহমানের উদ্বোধন করার কথা ছিল। এরপর বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধি, এসএমই বিশেষজ্ঞ, নারী উদ্যোক্তা সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন বলে নির্ধারিত ছিল। সম্মেলনে সফল নারী উদ্যোক্তাদের নিয়ে আলোচনা, উদ্যোক্তা ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে কথোপকথন, উন্মুক্ত আলোচনা ও গ্রুপ আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল। সম্মেলনের পাশাপাশি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীরও ব্যবস্থা রাখা হয়েছিল।

(দ্য রিপোর্ট/এএইচ/এইচকে/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)