চলে গেলেন গোলাম রসুল মোল্লা
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিশিষ্ট ক্রীড়া সংগঠক অধ্যাপক গোলাম রসুল মোল্লা আর নেই।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তার মৃত্যুতে শোকাচ্ছন্ন ক্রীড়াঙ্গন। বিওএ, বিসিবি, বাফুফে, ভলিবল ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদসহ বিভিন্ন ফেডারেশন, সংস্থা ও ক্লাব গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
ক্রীড়াঙ্গণে অবাধ বিচরণ ছিল গোলাম রসুল মোল্লার। জীবদ্দশায় তিনি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া বিসিবির সহসভাপতি, অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, বাফুফের কার্যনির্বাহী সদস্য, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা এবং ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকেরও দায়িত্বে ছিলেন তিনি।
(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)