নাসির নেই টোয়েন্টি২০ টুর্নামেন্টে
দ্য রিপোর্ট প্রতিবেদক : সব ঠিকঠাক; ৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে টোয়েন্টি২০ টুর্নামেন্ট। প্রতিযোগিতার নাম বিজয় দিবস টোয়েন্টি২০ টুর্নামেন্ট। টুর্নামেন্টে নীল, হলুদ, লাল ও সবুজ নামে ৪টি দল অংশ নেবে। চূড়ান্ত দলও; ডাবল লিগ পদ্ধতির এই আসরে একেক দলে থাকবেন ১৪ ক্রিকেটার। কিন্তু কোন দলেই নেই নাসির হোসেন!
প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছেন, ‘আসলে নাসিরের ভাইয়ের বিয়ের অনুষ্ঠান রয়েছে। এজন্য ক্রিকেট অপারেশন্স থেকে ছুটিও নিয়েছে। তাই নেই নাসির।’ নেই পেসার নাজমুল হোসেনও। কারণ খেলার সময়ে বিদেশ থাকবেন নাজমুল। ইনজুরি থাকায় এই আসরের বাইরে থাকছে পেসার আবুল হাসান রাজু ও শফিউল ইসলাম।
হলুদ দলের নেতৃত্বে থাকছেন মাশরাফি বিন মর্তুজা। নীল দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান, সবুজ দলে তামিম ইকবাল ও লাল দলের নেতৃত্বে মুশফিকুর রহিম। হলুদ দলে থাকছেন জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম অমি, মিজানুর রহমান, মমিনুল হক, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, তৈয়বুর রহমান, ইলিয়াস সানি, সাকলায়েন সজিব, দেওয়ান সাব্বির, সাজেদুল ইসলাম, আলাউদ্দিন বাবু ও নুরুল হাসান।
সাকিবের নেতৃত্বে নীল দলে রয়েছেন এনামুল হক বিজয়, সৈকত আলী, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহরাব হোসেন জুনিয়র, অলক কাপালী, সোহাগ গাজী, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শাহাদাত হোসেন রাজিব, তাপস বৈস্য, রবিউল ইসলাম শিপলু ও মোহাম্মদ শরীফ।
তামিমের নেতৃত্বে সবুজ দলে আছেন ইমরুল কায়েস, আবদুল মজিদ, নাঈম ইসলাম, মার্শাল আইয়ুব, রনি তালুকদার, যুবায়ের আহমেদ, আরাফাত সানি, এনামুল হক জুনিয়র, আল আমিন হোসেন, মো. শহীদ, দেলোয়ার হোসেন, মুক্তার আলী ও মো. মিঠুন।
মুশফিকের নেতৃত্বে লাল দলে রয়েছেন শামসুর রহমান, সৌম্য সরকার, নাফিস ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, আফতাব আহমেদ, আব্দুর রাজ্জাক, নাজমুল হোসেন মিলন, ফরহাদ রেজা, শুভাশিষ রায়, নাবিল সামাদ, জিয়াউর রহমান, মো. সোহরাওয়ার্দী ও মেহেদী মারুফ।
(দ্য রিপোর্ট/এমএ/এএস/সিজি/ডিসেম্বর ১৯, ২০১৩)