দ্য রিপোর্ট ডেস্ক : যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান (টিটিপি) ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে হামলা চালানোর হুমকি দিয়েছে। খবর দ্য নেশন।

‘বিশ্বস্ত সূত্রের’ বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিকটি জানিয়েছে, বুধবার তেহরিক-ই-তালেবানের এ হুমকির কথা জানা যায়।

এদিকে বাংলাদেশ মিশনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বাড়ানোসহ রাষ্ট্রদূতের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা জারির পরও দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা বাংলাদেশ দূতাবাসে হামলা হতে পারে।
কিছু ‘নির্ভরযোগ্য সূত্রের’ বরাত দিয়ে দেশটির নিরাপত্তা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক প্রতিবেদনে জানিয়েছে যে, আবদুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝোলানোর ঘটনায় তালেবান ক্ষুব্ধ হয়েছে। তালেবানের হুমকির পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন ‘অজ্ঞাত নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা’।

আইনশৃঙ্খলা বাহিনীর একজন উর্ধতন কর্মকর্তা দ্য নেশনকে বলেন, কেন্দ্রীয় রাজধানীতে বাংলাদেশসহ সব দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর জন্য বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা তৈরি হয়েছে। তিনি বলেন, ‘ক্রিসমাসের ছুটির দিনগুলোতে নিরাপত্তা নিশ্চিতের জন্য (দূতাবাসগুলোতে) কমান্ডো পুলিশ মোতায়েন করার পাশাপাশি টহল বাড়ানো হয়েছে।’

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)