মিরসরাইয়ে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৪
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া উত্তর বাজারের মুচিরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলো উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর গ্রামের ছৈয়দুল হকের পুত্র শাহজাহান (৫০), ও কাটাছরা ইউনিয়নের কাটাছরা গ্রামের কবির আহম্মদের পুত্র ফজলুল করিম (৫২)। আহতরা হলেন নিহত ফজলুল করিমের স্ত্রী সেলিনা আক্তার (৪০), উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মিজান উদ্দিন (২০), মঘাদিয়া ইউনিয়নের শেখেরতালুক গ্রামের আরাধন বিবি (৫০) ও জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের সিএনজি অটোরিকশাচালক নুরুন নবী (৩০)।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরবর্তীতে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একটি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ ১৩০৫৬৭) যাত্রী নিয়ে বারইয়ারহাট পৌরবাজার থেকে মিরসরাই সদরে যাওয়ার পথে চট্টগ্রাম থেকে একটি পিকআপ (ঢাকা মেট্টো ড ১১-০৪৯২) বারইয়ারহাট মিঠাছড়া উত্তর বাজারের মুচিরপোল এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই মারা যান সিএনজি অটোরিকশার দুই যাত্রী।
জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশা ও পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, আহত ৪ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পর আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এমএএইচ/এপি/ডিসেম্বর ১৯, ২০১৩)