সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে কারাদণ্ড
সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় দাঙ্গা সৃষ্টির অভিযোগে ৬ জনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ১৪৬ ধারা অনুযায়ী এ আদেশ দেন। দোষ স্বীকার করায় তাদের এ কারাদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামের আলমগীর হোসেন (৩০), আশরাফুল ইসলাম (২৫), শাহিন হোসেন (২০), শওকত হোসেন (৩০), কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর গ্রামের হাসান ঢালী (২৮) ও আশাশুনির নাজমুল হোসেন সোহাগ (৩০)।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা শহরতলীর রইচপুর এলাকায় যৌথ বাহিনীর সদস্যদের ওপর জামায়াত-শিবির ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় সাতক্ষীরা জামায়াত-শিবিরের সঙ্গে যৌথবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। সেখান থেকে ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের এ সাজা প্রদান করা হয়। এছাড়া অন্য ঘটনায় একজনকে কারাদণ্ড দেওয়া হয়।
(দ্য রিপোর্ট/এমআরইউ/এপি/এসকে/ডিসেম্বর ১৯, ২০১৩)