মাদারীপুরে যুবলীগকর্মীর মৃতদেহ উদ্ধার
মাদারীপুর সংবাদদাতা : জেলা সদর উপজেলার ছিলারচর গ্রামের যুবলীগকর্মী টুটুল সরদারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
টুবিয়া গ্রামের পরিত্যক্ত ভিটা থেকে বৃহস্পতিবার বিকেল ৫টায় মাটিচাপা দেওয়া অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বকর সিদ্দিক দ্য রিপোর্টকে জানান, সদর উপজেলার টুবিয়া গ্রামের সালাম মোল্লার ছেলে আলামিন মোল্লা ও সাইদ হাওলাদারের ছেলে আল-আমিন হাওলাদার ১১ ডিসেম্বর ছিলারচর বাজার থেকে টুটুল সরদারকে টুবিয়া এলাকায় নিয়ে যায়। সেখানে একটি নির্জন ভিটায় তারা টুটুলের গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখে।
ওই ঘটনায় আলামিন মোল্লাকে বুধবার সকালে আটক করে পুলিশ।
তিনি আরো জানান, আলামিনের দেওয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মাদারীপুরের লঞ্চে ঢাকা যাওয়ার পথে মুন্সীগঞ্জ থানা পুলিশের মাধ্যমে আল-আমিন হাওলাদারকে আটক করে মাদারীপুর নিয়ে আসে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মৃতদেহটি উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুলতান দ্য রিপোর্টকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে টুটুলকে হত্যা করা হয়েছে। মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এসকেএ/এমএইচও/এসকে/ডিসেম্বর ২০, ২০১৩)