জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

জানা যায়, বুধবার মীর মশাররফ হোসেন হলের (ভূগোল ও পরিবেশ বিভাগ, ৪২ তম ব্যাচ) প্রথম বর্ষের শিক্ষার্থী কাননের সঙ্গে তিতাস পরিবহনের একটি গাড়ির চালক ও সুপারভাইজারের ভাড়া নিয়ে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে মারধর করা হয় বলে কানন অভিযোগ করেন।

এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেলে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দ্বীপু, ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ টিটো রায় ও উপ-সমাজসেবা সম্পাদক বশিরুল হকের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তিতাস পরিবহনের ৪টি গাড়ি আটক করা হয়। আটকের পর তারা মালিকপক্ষের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। এ সময় মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকার করে ক্যাম্পাস থেকে চলে যায়।

এদিকে চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপু দ্য রিপোর্টকে বলেন, আহত শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় আদায় করতে বাস আটক করা হয়েছে।

এ ঘটনা সম্পর্কে জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, বিষয়টি সমাধান করার জন্য প্রক্টরকে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান বলেন, মালিকপক্ষকে আহত শিক্ষার্থীর চিকিৎসার খরচ দিয়ে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এসকে/ডিসেম্বর ২০, ২০১৩)