দ্য রিপোর্ট ডেস্ক : লন্ডনের অ্যাপোলো থিয়েটার হলের ছাদের অংশবিশেষ ধসে পড়ে অন্তত ৯০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সোয়া ৮টার দিকে সন্ধ্যার প্রদর্শনী চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে লন্ডন ফায়ার ব্রিগেডের কর্মী নিক হার্ডিং জানান। এসময় থিয়েটার হলে অন্তত ৭২০ জন দর্শক ছিল বলে জানা গেছে।

জরুরি বিভাগের কর্মীরা জানিয়েছেন, আহতদের মধ্যে ৮১ জন সামান্য আহত হয়েছেন। তাদের অনেকেই মাথায় আঘাত পেয়েছেন। মারাত্মক আহতাবস্থায় সাতজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

নিক হার্ডিং জানান, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কোনো কারণও খুঁজে পায়নি পুলিশ। (সূত্র: রয়টার্স, বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ডিসেম্বর/লতিফ/ডিসেম্বর ২০, ২০১৩)