কুমিল্লা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে সদর দক্ষিণ সীমানা পর্যন্ত অন্তত ৩৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে করে যাত্রীদের পড়তে হয়েছে চরম দুর্ভোগে। সকাল থেকে যানবাহনের চাপ বাড়তে থাকায় এ যানজট দীর্ঘ হচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দ্য রিপোর্টকে জানান, অবরোধের কারণে মালবাহী ট্রাক ও লরির অতিরিক্ত চাপ। এতে গাড়ির গতি কম হওয়ায় দাউদকান্দি এলাকায় সকালে কিছুটা যানজট থাকলেও সোয়া ৯টা থেকে গাড়ি চলতে শুরু করেছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাসান দ্য রিপোর্টকে জানান, ভোর থেকে মহাসড়কের চান্দিনা উপজেলার দু’পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বেলা যত বাড়ছে যানজট ততই দীর্ঘ হচ্ছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মশিউর রহমান দ্য রিপোর্টকে জানান, একদিকে যানবাহনের অতিরিক্ত চাপ, অন্যদিকে কুমিল্লা সেনানিবাস এলাকায় উচুঁ উচুঁ দুটি স্পিডব্রেকার থাকার কারণে ওই এলাকায় গাড়ির গতিসীমা শূন্য হয়ে যায়। যার কারণে যানজট আরও দীর্ঘ হচ্ছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট শাহাব উদ্দিন জানান, গাড়ির জট এখনো চৌদ্দগ্রাম সীমানায় আসেনি। তবে ঢাকামুখী মালবাহী ট্রাক ও যাত্রীবাহী গাড়ির চাপ রয়েছে বলে তিনি জানান।

মো. এমদাদ উল্লাহ নামে এক যাত্রী দ্য রিপোর্টকে জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মাইক্রোবাসযোগে ঢাকার উদ্দেশে সকাল সাড়ে ৬টায় যাত্রা করে সকাল সাড়ে ৯টায় গাড়িটি কুমিল্লা সেনানিবাস এলাকা পর্যন্ত পৌঁছেছে বলে তিনি জানান।

এদিকে ফেনী থেকে স্টারলাইন পরিবহনের যাত্রী সাইফুল ইসলাম জানান, সকাল ৬টায় ফেনী থেকে রাওনা করলেও পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি মহাসড়কের ইলিয়টগঞ্জে পৌঁছেন।

(দ্য রিপোর্ট/জেডপি/এএস/লতিফ/ডিসেম্বর ২০, ২০১৩)