টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও দাইন্যা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে শহরের বটতলা বাজার এলাকায় মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।এ ঘটনার প্রতিবাদে শনিবার টাঙ্গাইল সদর উপজেলায় ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল আহবান করেছে জেলা বিএনপি।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রফিকুল ইসলাম ফারুক সকাল সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর তালতলার বাসা থেকে প্রাতঃভ্রমণে বের হন। বাসার কয়েকশ’ গজ দূরে বটতলা কাঁচাবাজার এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁত পেতে থাকা ৫-৭ জন সন্ত্রাসী তার গতিরোধ করে। তারা রফিকুল ইসলামের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

টাঙ্গাইলের চরাঞ্চলে নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্যরা এ ঘটনা ঘটাতে পারে বলে ওসি নজরুল ইসলাম জানান।

নিহত রফিকুল ইসলাম বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ছিলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তোফা তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার সদর উপজেলায় ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল আহবান করেন।

(দ্য রিপোর্ট/এআর/এএস/লতিফ/ডিসেম্বর ২০, ২০১৩)