সাত ঘণ্টা পর মাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
মাদারীপুর সংবাদদাতা : ঘন কুয়াশায় প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ১০টা থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। পদ্মায় আকস্মিকভাবে কুয়াশা বাড়তে থাকলে বৃহস্পতিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ নদীতে আটকে পড়ে ৮টি ফেরি।
জানা যায়, মধ্যরাত থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের পদ্মা নদীতে ঘনকুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা প্রকট আকার ধারণ করে। এতে দুর্ঘটনা এড়াতে ও ডুবোচরে আটকে যাওয়ার শঙ্কায় রাত ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, মিডিয়াম ফেরি কনকচাঁপাসহ ৮টি ফেরি শতাধিক যানবাহন নিয়ে নদীতে নোঙ্গর করে রাখা হয়।
কাওড়াকান্দি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক শাহ্ নেওয়াজ দ্য রিপোর্টকে জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমতে থাকলে সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে বিরোধী দলের টানা ৭২ ঘণ্টা অবরোধের পরে শুক্রবার সকাল থেকেই দূরপাল্লার পরিবহনগুলো ঘাটে এসে ভিড় করতে শুরু করেছে।
(দ্য রিপোর্ট/এসএইচ/এএস/এমডি/লতিফ/ডিসেম্বর ২০, ২০১৩)