দেবযানী হেনস্তা
ক্ষমা চাইবে না, মামলা প্রত্যাহারও করবে না যুক্তরাষ্ট্র
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া গ্রেফতারের পর তাকে হেনস্তার জন্য ক্ষমা চাওয়া হবে না বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এর আগে ভারতের দুই রাজনৈতিক দেবাযানীকে হেনস্তার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষমা চাওয়া ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ জানান, ‘দেবযানীর বিরুদ্ধে আনা অভিযোগ আমরা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমাদের এই অভিযোগ ও মামলা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। সবচেয়ে বড় কথা হলো, এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা সিদ্ধান্ত নেবে।’
দেবযানীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হবে না বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমি তার বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে বিস্তারিত জানি না। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা যায় কিনা, সে ব্যাপারেও আমি নিশ্চিত নই। তবে এসব অভিযোগগুলো আমরা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। আর এ ব্যাপারে আইনি সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আমাদের এখতিয়ারে নেই।’
তিনি বলেন, ‘সেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক রযেছে, সেসব দেশকে প্রতিবছর কূটনৈতিক নোটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, কোনো কর্মীকে যুক্তরাষ্ট্রে আনলে কূটনৈতিকরাই তার জন্য দায়বদ্ধ থাকবেন।’
তিনি আরো বলেন, ‘এ সব বিষয় আমরা স্পষ্টতই জানিয়ে দিয়েছি। এ সব বিষয় না মানা হলে আমরা যে কোনো অভিযোগ আনতে পারি। কাজেই দেবযানীর মামলার ব্যাপারে কোনো সিদ্ধান্তই নেওয়া যাবে না। যথাযথ প্রক্রিয়াতেই বিষয়টি এগোবে।’
তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের বিবৃতি অস্বীকার করে বলেন, ‘সালমান খুরশিদকে জন কেরি টেলিফোন করবেন কিনা, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।’
তিনি বলেন, ‘সালমান খুরশিদ ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, জন কেরির সঙ্গে তার টেলিফোনে কথা বলার ব্যাপারে সময় নির্ধারণ করা হয়েছে। কিন্তু কেরি তার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গেছেন। ছুটি শেষ হলেই তিনি ওয়াশিংটন ফিরবেন।’
গত বৃহস্পতিবার নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানীকে ভিসা আবেদনের ক্ষেত্রে মিথ্যা তথ্য ও গৃহকর্মীকে কম বেতন দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। এ সময় তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়।
গ্রেফতারের পর তার সঙ্গে ভয়ঙ্কর অপরাধীর মতো আচরণ করা হয়। বিবস্ত্র করে তল্লাশি চালানো হয়। তার ডিএনএর নমুনা নেওয়া হয়। পরে তাকে মাদকাসক্তদের সঙ্গে একই সেলে রাখা হয়।
এ ঘটনায় ক্ষুদ্ধ ভারত দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা শিথিল করে। নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনের নিরাপত্তা বেষ্টনী সরিয়ে দেওয়া হয়। মার্কিন কূটনীতিকদের বিশেষায়িত সুবিধাগুলো কমিয়ে দেওয়া হয়।
ভারতের মার্কিন কনস্যুলেটগুলোর কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের পরিচয় পত্র জমা দিতে বলা হয়েছে। তাদের বিমানে ভারত ত্যাগের সুবিধাও প্রত্যাহার করে নেওয়া হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের জন্য আমদানি ছাড়পত্রও প্রত্যাহার করে নেয় ভারত। (সূত্র: এনডিটিভি)
(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ডিসেম্বর ২০, ২০১৩)