দ্য রিপোর্ট ডেস্ক : সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য অ্যাডেলকে এবার মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার (এমবিই) সম্মাননা প্রদান করেছে ব্রিটিশ সরকার। সম্প্রতি বাকিংহাম প্যালেসে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

২০০৮ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘নাইন্টিন’-এর সাফল্যের পর খ্যাতি পান অ্যাডেল। এরপর ২০১১ সালে মুক্তি পায় ‘টোয়েন্টি ওয়ান’। যুক্তরাজ্যের চার্টে প্রায় ২৩ সপ্তাহ ধরে শীর্ষে ছিল ‘টোয়েন্টি ওয়ান’। প্রায় ছয় মাস পর্যন্ত আমেরিকান টপচার্টে শীর্ষে থাকার কারণে ‘ডায়মন্ড রেকর্ড’-এর খেতাব দেওয়া হয়ে ওই অ্যালবামকে। চলতি বছরে জেমস বন্ডের ‘স্কাইফল’ মুভিতে ‘দিস ইজ দ্য এ্যান্ড’ গানটি গেয়ে সঙ্গীত জীবনের প্রথম অস্কার জিতে নেন তিনি। স্কাইফলের গানটি তার নিজেরই লেখা।

(দ্য রিপোর্ট/ওএস/এমসি/শাহ/এমডি/ডিসেম্বর ২০, ২০১৩)