গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীর তূরাগ নদীতীরে শুক্রবার থেকে শুরু হয়েছে ৫ দিনের জোড় ইজতেমা।

আগামী জানুয়ারিতে দুই পর্বে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার আয়োজন সম্পর্কে পরামর্শ করা হবে জোড় ইজতেমায়। ৫০০ বিদেশি মুসল্লিসহ তিন চিল্লা সম্পন্নকারীরা যোগ দিচ্ছেন এতে। ইবাদত-বন্দেগি ও সুচারুরূপে ইজতেমা আয়োজনের পরামর্শ ছাড়াও বিশ্ব ইজতেমা থেকে তিন চিল্লার নতুন নতুন দল নির্বাচনও জোড় ইজতেমায় করা হবে।

ইজতেমা ময়দানে জুমার নামাজে ঢাকা, গাজীপুরসহ আশপাশের এলাকার উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লির সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন ইজতেমার কয়েকজন মুরব্বি।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এফএস/শাহ/এএস/ডিসেম্বর ২০, ২০১৩)