দ্য রিপোর্ট ডেস্ক : প্রয়াত বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার ছবির বদলে ভুলবশত অভিনেতা মরগান ফ্রিম্যানের ছবি সংবলিত বিলবোর্ড শোভা পাচ্ছে ভারতে।

কাপড় ব্যবসায়ী চন্দ্র শেখর দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশে এই বিলবোর্ডটি তৈরি করেছেন। তবে ভুল করে সেখানে ম্যান্ডেলার ছবির বদলে মরগ্যান ফ্রিম্যানের ছবি ব্যবহার করা হয়েছে।

তিনি জানান, ডিজাইনারের ভুলের কারণেই এমন ঘটনা ঘটেছে। ম্যান্ডেলার সঠিক ছবি দিয়ে বিলবোর্ডটি ফের প্রচার করা হবে বলে জানান তিনি।

অবশ্য এই ভুলের পেছনে কারণও আছে। মরগান ফ্রিম্যান ২০০৯ সালে ইনভিকটাস চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ম্যান্ডেলার চরিত্রে। (সূত্র: এএফপি)

(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ২০, ২০১৩)