দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাকে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির আবহাওয়া অফিস জানায়, সিন্ধু প্রদেশের দক্ষিণে লারকানা এলাকায় ভূপৃষ্ঠের ৬৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

সুক্কুর, লারকানা, দাদু, জাকোবাবাদ, দেরা মুরাদ জামালি ও নেসারাবাদে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তবে করাচি কিংবা কোয়েটায় এ ভূমিকম্প অনুভূত হয়নি বলে আবহাওয়া অফিসের কর্মকর্তা সারদার আহমেদ জানিয়েছেন। (সূত্র: পিটিআই)

(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ২০, ২০১৩)