প্রেস ক্লাবে কাজী জাফরের কাউন্সিলে ককটেল
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির (জাফর-মসীহ) বিশেষ কাউন্সিল অধিবেশন-২০১৩ চলাকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুর ২টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে। এতে জাতীয় পার্টির ৬ কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন, মুন্সীগঞ্জ থেকে আগত আবদুল মতিন তালুকদার, মিরপুর-১২ থেকে আগত জাতীয় যুব সংহতির সহ-সভাপতি ইরশাদ আহমেদ বাবু, টঙ্গী থেকে আগত বিজয় ও বিল্লাল এবং কুড়িল থেকে আগত সাদ্দাম ও স্বপন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অধিবেশন শুরুর পরপরই দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিল জানান, ককটেল বিস্ফোরণের পর প্রেস ক্লাব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এমএম/এমএইচএ/এনডিএস/শাহ/এইচএসম/ডিসেম্বর ২০, ২০১৩)