দ্য রিপোর্ট ডেস্ক : পেরুতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।

রাজধানী লিমা থেকে ২৮০ কিলোমিটার দূরে অ্যানকাশ এলাকার কাজাকে জেলায় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।

পুলিশ জানায়, পাতিভিলকা-হুয়ারাজ রুট দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ২০ মিটার দূরে ছিটকে পড়ে।

পেরুতে রাস্তাঘাটের বেহাল অবস্থার জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে। চলতি বছর সড়ক দুর্ঘটনায় ৭৮১ জন নিহত হয়েছে। ২০১২ সালে ৪০৫০ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল। ২০১১ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয় ৩৪১১ জন। সূত্র: এএফপি

(দ্য রিপোর্ট/কেএন/শাহ/এনডিএস/ডিসেম্বর ২০, ২০১৩)