দ্য রিপোর্ট প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা রাইসুল ইসলাম আসাদ নাটক, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে কণ্ঠ দেন। শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘বাতিঘর’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। রাজধানীর উত্তরায় শুটিংয়ের ফাঁকে দ্য রিপোর্টের সঙ্গে নাটক ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন তিনি।

দ্য রিপোর্ট : কেমন আছেন?

আসাদ : ভালো। ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছি।

দ্য রিপোর্ট : রাজনৈতিক অস্থিরতায় শুটিং করছেন কিভাবে?

আসাদ : কাজ তো করতে হবে। খাওয়া-পরা তো বন্ধ রাখা যাবে না। এই পরিস্থিতির মধ্যে কখনও সিএনজি কখনও মাইক্রোবাসে করে উত্তরা আর পূবাইলে যেতে হচ্ছে।

দ্য রিপোর্ট : দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই?

আসাদ : সাংবিধানিকভাবে যা হওয়ার, তা হবেই। ১৯৭১ সালে শুরু হওয়া যুদ্ধ এখনও চলছে। জামায়াত ইসলামীর সঙ্গে যুদ্ধ করে যাচ্ছি। হয় বাঁচবো, না হয় মরবো। একদিন হয়তো এর শেষ হবে।

দ্য রিপোর্ট : অভিনেতা খালেদ খান লাইফ সাপোর্টে আছেন। আপনারা তো দীর্ঘদিনের সহযাত্রী। তার সম্পর্কে কিছু বলুন।

আসাদ : খালেদ খান মঞ্চে খুব সিরিয়াসলি কাজ করতো। একচেটিয়া অনেকদিন প্রামাণ্যচিত্র্র ও বিজ্ঞাপনচিত্রে কণ্ঠ দিয়েছে। ওর অবস্থান অনেক উঁচুতে। কয়েকদিন আগে ওকে নিয়ে মিথ্যা গুজব ছড়িযে পড়লো, খালেদ মারা গেছে। না জেনে না বুঝে একজন জীবিত মানুষকে মৃত বলা ঠিক নয়। এটা খুব বাজে ব্যাপার। খালেদ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক, সেই কামনা করি।

দ্য রিপোর্ট : চলচ্চিত্রের কি খবর?

আসাদ : কয়েকদিন আগে গাজী রাকায়েতের ‘মৃত্তিকা মায়া’ মুক্তি পেল। নতুন কোন চলচ্চিত্রে হাত দেইনি।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/রাসেল/ডিসেম্বর ২০, ২০১৩)