‘ক্রীতদাস সরকারের সঙ্গে জনগণের আলোচনা নয়’
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক জাগপা সভাপতি শফিউল আলম প্রধান সরকারের সংলাপের প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেছেন, ‘কৃতদাস সরকারের সঙ্গে স্বাধীনতা প্রিয় জনগণের কোনো আলোচনা হতে পারে না।’
এক বিবৃতিতে শুক্রবার তিনি এ সব কথা বলেন।
জাতীয় গণতান্ত্রিক দলের দফতর সম্পাদক এমএ হাফিজ স্বাক্ষরিত বিবৃতিতে শফিউল আলম প্রধান বলেন, ‘নির্বাচনের নামে যা করা হচ্ছে তা ইতিহাসে এক নজীরবিহীন প্রহসন, ভণ্ডামি ও ভাওতাবাজি।’
তিনি বলেন, ‘অধিকৃত কাশ্মির, আফগানিস্তান কিংবা ইরানেও এ ধরনের ধাপ্পাবাজি নির্বাচনের উদাহরণ নেই। শেখ হাসিনা সরকারকে সেবাদাস সরকার বলা হলে ভুল করা হবে। এ সরকার দৃশ্যত ও কার্যত হিন্দুস্তানের কৃতদাস সরকার।’
শফিউল আলম প্রধান বলেন, ‘কাশ্মিরের স্বাধীনতাকামী জনগণকে যেভাবে গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করা হয় এবং ইসরাইলে বোলড্রসার চালিয়ে যেভাবে ফিলিস্তিনিদের বাড়ি-ঘর গুড়িয়ে দেয়। একই কায়দায় জালিমশাহী সরকার নিজ দেশের জনগণকে হত্যা করছে ও বাড়ি-ঘর পুড়িয়ে দিচ্ছে।’
তিনি বলেন, ‘এক হিন্দুস্তান ছাড়া এ সরকার বিশ্বের ও দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুতরাং এ গণবিচ্ছিন্ন জালিমশাহীর পতন অনিবার্য। যে দেশে বাকশাল টিকেনি, সে মাটিতে ভাওতাবাজির নির্বাচনও টিকবে না। দালালশাহীর মনে রাখা ভালো এ দেশের মাটি নরম, কিন্তু প্রতিরোধ ক্ষমতা অসাধারণ।’
(দ্য রিপোর্ট/এইউএ/এনডিএস/রাসেল/ডিসেম্বর ২০, ২০১৩)