মাওয়া-কাওড়াকান্দি রুটে ৫ কিলোমিটার যানজট
মাদারীপুর সংবাদদাতা : বিরোধীদলীয় জোটের ৫ দফা অবরোধের পর শুক্রবার সকাল থেকেই মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে যাত্রীদের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। কাওড়াকান্দি ঘাট থেকে প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে উভয় ঘাট এলাকাতেই স্থবির হয়ে পড়ছে স্বাভাবিক কার্যক্রম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাওড়কান্দি ঘাটে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে তিল ধারণের ঠাঁই নেই। শুধু মানুষ আর মানুষ। ঢাকামুখী যাত্রীদের ঢল মাত্রাতিরিক্ত হলেও দক্ষিণাঞ্চলগামী যাত্রীদেরও অনেক ভিড়। এ সুযোগে কাওড়াকান্দি ঘাটে লঞ্চযাত্রীদের কাছ থেকে জেলা পরিষদের টোল যাত্রীপ্রতি ৩ টাকার জায়গায় ১০ টাকা করে আদায় করা হচ্ছে।
এদিকে শুক্রবার অবরোধ না থাকায় যানবাহনের চাপ বাড়ায় উভয় পাড়ে যানজটের সৃষ্টি হয়েছে। কাওড়াকান্দি ঘাট থেকে পাঁচ্চর মোড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। রুটটিতে ১৬টি ফেরি সচল থাকলেও উভয় পাড়ে পণ্যবাহী ট্রাকসহ ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের পাঁচ্চর হাইওয়ে পুলিশের সার্জন সামুদ হোসেন দ্য রিপোর্টকে জানান, পরিবহন সংখ্যা বেশি হওয়ায় যানচলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। কেউ পরিবহন বা ফেরিতে বেশি টাকা নিলে যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত ঘাটে কোনো অপ্রীতিকরা ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কাওড়কান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক শাহ নেওয়াজ চৌধুরী দ্য রিপোর্টকে জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু হয়। তবে শনিবার থেকে আবারও অবরোধ হওয়ায় ১১টার পর থেকে যানবাহন সংখ্যা বাড়তে থাকে। আমরা সাধ্যমতো যানবাহন পারাপার করছি। কাওড়াকান্দি ঘাটে কিছুটা যানজট রয়েছে। তবে রাতের মধ্যে সব পার করা যাবে।
(দ্য রিপোর্ট/বিএইচ/এএস/রাসেল/ডিসেম্বর ২০, ২০১৩)