জোহরা তাজউদ্দীনের মৃত্যু জাতির অপূরণীয় ক্ষতি : শেখ হাসিনা
দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘জোহরা তাজউদ্দীনের মৃত্যু শুধু আমাদের দলের নয়, পুরো জাতির জন্য অপূরণীয় ক্ষতি।’ ইউনাইটেড হাসপাতালে শুক্রবার দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির জ্যেষ্ঠ সদস্য জোহরা তাজউদ্দীনের মরদেহ দেখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে তাজউদ্দীন আহমেদের পরিবারের সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সংগঠনের বাইরেও আমাদের দুই পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের আগে যখন বঙ্গবন্ধু এবং তাজউদ্দীন আহমেদ প্রায় সময়ই জেলে থাকতেন তখন আমাদের দুই পরিবার একসঙ্গে বোঝাপড়া করে চলতাম। তার এই চলে যাওয়া রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।
তোফায়েল আহমেদ বলেন, জোহরা তাজউদ্দীনের ছোট ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ দেশে ফেরার পর জোহরা তাজউদ্দিনের মরদেহ দাফন করা হবে। তিনি আরো জানান, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের কবরে তাকে সমাহিত করা হবে।
(দ্য রিপোর্ট/ বিকে/ এমডি/লতিফ/ডিসেম্বর ২০, ২০১৩)