দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন বানচালে বিএনপি যে কঠোর কর্মসূচিই দিক না কেন তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কঠোরতম ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে দলের নির্বাচন পরিচালনা কমিটির এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচনে অংশ না নিতেই পারে। কিন্তু তাদের নির্বাচন বানচালের ষড়যন্ত্র দুঃখজনক। তারা নির্বাচন বানচালে অবরোধের কর্মসূচি দিচ্ছে। মনে হয় যেন দেশে বিদেশি শত্রু এসেছে। বিএনপি-জামায়াত স্বাধীন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

এইচটি ইমাম বলেন, ‘মাত্র ৫টি জেলাতে কোন নির্বাচন হবে না। বাকি ৫৯টি জেলাতে নির্বাচন হবে। তাই যেখানে নির্বাচন হবে শুধু সেখানেই নয়, যেখানে নির্বাচন হবে না সেখানেও বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা গ্রুপ করে সারাদেশে সফর করবো। দুই একদিনের মধ্যে কখন কোথায় সফর হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সারাদেশের সাংগঠনিক সফরের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করা হবে। ভোটারদের উজ্জীবিত করা হবে যাতে তারা ভোট কেন্দ্রে আসেন।’

এইচটি ইমাম বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে সর্বাধিক ১২টি দল অংশগ্রহণ করছে। এ নির্বাচন একতরফা বলার কোনো সুযোগ নেই।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যে এলাকায় ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে ওই সব এলাকায় নির্বাচনী প্রচারণার কাজে নেতাকর্মীরা কাজ করবে। তিনি আরও বলেন, ‘যারা নির্বাচন প্রতিহত করতে চায় তাদের বিরুদ্ধে যৌথবাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরাও মাঠে থাকবে। ইতোমধ্যে যৌথবাহিনী জামায়াত-শিবিরকে প্রতিহত করতে মাঠে নেমেছে।’

তিনি বলেন, ‘যেসব এলাকায় জামায়াত-শিবির তাণ্ডব চালিয়েছে তার বিরুদ্ধে সুশীল সমাজ কোনো প্রতিবাদ জানাননি। এটা জাতির জন্য লজ্জাকর।’

আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি বিষয়ে এইচটি ইমাম বলেন, ‘আমাদের নির্বাচনী প্রস্তুতি চলছে। নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা বিষয়ক কমিটির অন্তর্ভুক্ত বেশ কয়েকটি উপকমিটি তৈরি করা হয়েছে।’

এর মধ্যে দপ্তর বিষয়ক উপকমিটির আহ্বায়ক এসকে হাবিবুল্লাহ, নির্বাচনী আইন বিষয়ক উপকমিটির আহ্বায়ক ফজলে রাব্বি মিয়া, প্রশিক্ষণ বিষয়ক আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী, মিডিয়া বিষয়ক আহ্বায়ক ইকবাল সোবহান চৌধুরী, প্রচার বিষয়ক আহ্বায়ক আসাদুজ্জামান নূর, পেশাজীবী বিষয়ক আহ্বায়ক ইয়াফেস ওসমান, পর্যবেক্ষণ বিষয়ক আহ্বায়ক দীপু মনি, নির্বাচন কমিশন বিষয়ক আহ্বায়ক মহীউদ্দীন খান আলমগীর, সাংস্কৃতিক বিষয়ক আহ্বায়ক গোলাম কুদ্দুস।

নির্বাচন পরিচালনা কমিটির এ বৈঠকে অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এইউএ/এমসি/ এমডি/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)