আড়াইহাজারে ইউএনওর বাসায় ককটেল
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা-নিরীক্ষার আগে এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া খানম।
নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া খানম জানান, সকাল সাড়ে ৬টায় বাসভবনের দরজা খুলে লাল স্কচটেপ মোড়ানো বলের মতো একটি বস্তু দেখতে পাই। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সেটি উদ্ধার করে নিয়ে যায়। ককটেলসাদৃশ বস্তুটি কে বা কারা রেখে গেছে তা বলতে পারছেন না নির্বাহী কর্মকর্তা।
পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম জানিয়েছেন, লাল স্কচটেপ মোড়ানো ককটেলসাদৃশ বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে ওটা ককটেল নয়। ভেতরে একটি জর্দার কৌটা, তাতে বিস্ফোরক নেই। তিনি জানান, আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে কে বা কারা এটা রেখে গেছে।
(দিরিপোর্ট২৪/এএস/অক্টোবর ২৬, ২০১৩)