জোহরা তাজউদ্দীনের মরদেহ ইউনাইটেড হাসপাতালে
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হিমাগারে নেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের সহধর্মিনী জোহরা তাজউদ্দীনের মরদেহ। শুক্রবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে লাশবাহী গাড়িটি ইউনাইটেড হাসপাতালে আসে। ছেলে সোহেল তাজ দেশে না ফেরা পর্যন্ত এখানে তার মরদেহ রাখা হবে।
এর আগে জোহরা তাজউদ্দীনের মরদেহ বিকেল ৫টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আনা হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা তাকে শ্রদ্ধা জানান। এরপর সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তার মরদেহ ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
এর আগে, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ জানান, জোহরা তাজউদ্দীনের ছোট ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ দেশে ফেরার পর মরদেহ দাফন করা হবে। শনিবার তার দেশে ফেরার কথা।
তিনি আরো জানান, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের কবরে তাকে সমাহিত করা হবে।
(দ্য রিপোর্ট/এইউএ/এমএআর/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)