পাতানো ম্যাচ নিয়ে সতর্ক মহানগরী লিগ কমিটি
দ্য রিপোর্ট প্রতিবেদক : ম্যাচ পাতানোর অভিযোগ নিয়ে কিছুদিন আগে শেষ হয়েছে তৃতীয় বিভাগ ফুটবল লিগ। এবার দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ শুরুর আগে সতর্ক রয়েছেন ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির কর্মকর্তারা। শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন কমিটির চেয়ারম্যান জিআইজি মারুফ হাসান। বলেছেন, লিগে ম্যাচ পাতানোর কোনো সুযোগ থাকছে না। এ বিষয়ে আমরা সতর্ক রয়েছি।’
১ বছর ৯ মাস পর মাঠে গড়াতে যাচ্ছে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। শনিবার পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব ও ইস্ট এন্ড ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। সিঙ্গেল লিগ পদ্ধতির লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে ১৫টি দল।
দলগুলো হলো-পিডব্লিউডি, পূর্বাচল পরিষদ, বিজি প্রেস এস অ্যান্ড আইসি, পুলিশ স্পোর্টিং ক্লাব, লিটিল ফ্রেন্ডস ক্লাব, শান্তিনগর ক্লাব, সানরাইজ স্পোর্টিং ক্লাব, প্রান্তিক ক্রীড়া চক্র, ইউরো ফেমাস ক্লাব, দিলকুশা স্পোর্টিং ক্লাব, সিটি ক্লাব, টঙ্গী ক্রীড়া চক্র, কাওরানবাজার প্রগতি সংঘ, সাধারণ বীমা ক্রীড়া সংস্থা ও ইস্ট অ্ন্ড ক্লাব।
লিগের ম্যাচগুলো হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। দ্বিতীয় বিভাগ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ ৪টি দল প্রথম বিভাগে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বাফুফের পাশে দাঁড়িয়েছে স্কয়ার গ্রুপ। মোট বাজেটের ১৫ লাখ টাকার মধ্যে পৃষ্ঠপোষক গ্রুপ দেবে ১০ লাখ টাকা। বাকি অর্থ বাফুফের নিজস্ব তহবিল থেকে বহন করা হবে বলে জানিয়েছেন মারুফ।
(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)