সীতাকুণ্ডে ১৮ দলের ৩৯২ নেতাকর্মীর নামে মামলা
শুক্রবার রাতে সীতাকুণ্ড থানার এএসআই মো. কামাল বাদী হয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৪২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩৫০ জনসহ মোট ৩৯২ জনকে আসামি করে মামলা করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
সীতাকুণ্ড থানার ওসি এসএম বদিউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশের উপর হামলা, ভাঙচুরের ঘটনায় বিএনপি-জামায়াত-শিবিরের ৪২ জন ও অজ্ঞাত ৩৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
থানা সূত্রে জানা গেছে, বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলালহাট এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীরা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উপর ব্যাপক হামলা চালায়। তারা ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনে ভাঙচুর চালানোর পাশাপাশি একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের উপরও হামলা চালায়। এতে সাত পুলিশ সদস্যসহ কমপক্ষে ২৫ জন আহত হয়।
(দিরিপোর্ট২৪/এফএস/এএস/অক্টোবর ২৬, ২০১৩)