দ্য রিপোর্ট ডেস্ক : চীনে বায়ুদূষণ বৃদ্ধির কারণে শুক্রবার তিব্বতের রাজধানী লাসার আকাশ ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। ঘন ধোঁয়ার কারণে শহরটির ঐতিহ্যবাহী একটি ভবন ঠিকমতো দেখা যাচ্ছে না। খবর এনডিটিভির।

হংকংভিত্তিক একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, শুক্রবার তিব্বতের দৃষ্টিনন্দন রাজধানীর আকাশ ভারী মেঘে ছেয়ে যায়। উত্তরে মালভূমি থেকে উড়ে আসা ধুলার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এর ফলে কোন কোন এলাকায় পাঁচ কিলোমিটার পর্যন্ত কোন কিছুই দেখা যাচ্ছে না। এদিকে শহরের বায়ুর গুণাগুণ ইনডেক্স সর্বোচ্চ মাত্রা ৫০০ ছাড়িয়ে যাওয়ার পর বিমান চলাচল বন্ধ রয়েছে।

সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কয়েক কিলোমিটার দূর থেকেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ঘোষিত বিশ্ববিখ্যাত পোটালা প্রাসাদটি প্রায় দেখাই যাচ্ছে না।

পৃথিবীর উচ্চতম স্থান লাসা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৭০০ মিটার (১২,০০০ ফুট) উপরে অবস্থিত। ওই শহরে বায়ুদূষণের মাত্রা অনেক বেশি হওয়ায় নভেম্বর মাসে চীনের পরিবেশ রক্ষা মন্ত্রণালয় এটিকে দেশটির দশটি সবচেয়ে দূষিত শহরের একটি হিসেবে ঘোষণা করে।

(দ্য রিপোর্ট/আদসি/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)