তুরস্কে ১৪ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
দ্য রিপোর্ট ডেস্ক : তুরস্কের কর্তৃপক্ষ ইস্তাম্বুলের পুলিশ প্রধানসহ ১৪ জন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে তাদের পদ থেকে অপসারণ করেছে। এর আগে মঙ্গলবার দেশটিতে একটি দুর্নীতি তদন্তের অভিযানে অংশ নেওয়া আরও কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। খবর বিবিসির।
জানা গেছে, ইস্তাম্বুলের পুলিশ প্রধানকে বৃহস্পতিবার তার পদ থেকে অপসারণ করা হয়েছে। এদিকে আদালতে শুনানির পর মঙ্গলবার সকালের ওই অভিযানে আটক ৫২ জনের মধ্যে আটজনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে।
তুরস্কের প্রধানমন্ত্রী রেচেপ তায়েপ এরদোগান এই তদন্তকে ‘নোংরা অভিযান’ হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবারে ওই অভিযানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং পরিবেশমন্ত্রীর ছেলেকে আটক করা হয়েছিল।
সরকারি দরপত্রের মাধ্যমে কাজ পাইয়ে দিতে আর্থিক লেনদেন হয়েছে এমন অভিযোগের পর ওই অভিযান চালানো হয়। আর এরপর থেকে ৩০ জনের বেশি পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে বিশ্লেষকরা বলছেন, দেশটির প্রভাবশালী ধর্মীয় নেতা ফেথুল্লাহ গুলেনের সঙ্গে ক্ষমতাসীন একে পার্টির দ্বন্দ্বের কারণে ওই অভিযান ও বরখাস্ত করার ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, ফেথুল্লাহর সমর্থন নিয়েই ২০০২ সালে তুরস্কের ক্ষমতায় আসে একে পার্টি।
(দ্য রিপোর্ট/আদসি/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)