দ্য রিপোর্ট প্রতিবেদক : লিস্ট ‘এ’র মর্যাদা নিয়ে শুরু হতে যাচ্ছে বিজয় দিবস টোয়েন্টি২০ টুর্নামেন্ট। ডাবল লিগ পদ্ধতির এই প্রতিযোগিতা মাঠে গড়াবে আগামী ২২ ডিসেম্বর।

শুক্রবার দুপুরে টুর্নামেন্টের সূচিও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিস্ট ‘এ’র মর্যাদা নিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার বিষয়ে বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘গুরুত্ব অনুযায়ী দেশের ঘরোয়া ওয়ানডের কোনো টুর্নামেন্টই লিস্ট ‘এ’র মর্যাদা পেয়ে থাকে। কিন্তু টোয়েন্টি২০ ক্রিকেট লিস্ট ‘এ’ মর্যাদায় ভূষিত হয় কিনা তা জানা নেই আমার।’

এ ব্যাপারে ভিন্ন কথা বলেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি জানিয়েছেন, ‘ আইসিসির তত্ত্বাবাবধানে থাকা যে কোনো দল লিমিটেড ওভারের কোনো টুর্নামেন্টকে গুরুত্ব অনুযায়ী লিস্ট ‘এ’র মর্যাদা নিতে পারে। আমরা যেমন সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ লিস্ট ‘এ’র মর্যাদায় করেছি। ঠিক একইভাবে এবার টোয়েন্টি২০ টুর্নামেন্টটিও লিস্ট ‘এ’র মর্যাদা নিয়েই শুরু হবে।’

রাবিদের মতে, জাতীয় লিগে কোনো টুর্নামেন্ট টোয়েন্টি২০ ফরমেটে হলে এমনিতেই তা লিস্ট ‘এ’র মর্যাদা পেয়ে থাকে। আর লিমিটেড ওভারের যে কোনো ম্যাচই এই মর্যাদা নিয়ে করা যায়। যেমন ভারতের আইপিএল, আমাদের বিপিএল লিস্ট ‘এ’র মর্যাদায় হয়েছে।’

২২-৩১ ডিসেম্বর টুর্নামেন্টের ম্যাচগুলো হবে। টুর্নামেন্টের প্রথম ৪ রাউন্ড হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। আর শেষ ২ রাউন্ড ও ফাইনাল ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

বিজয় দিবস টোয়েন্টি২০ টুর্নামেন্টের ফিকশ্চার:

তারিখ প্রতিপক্ষ সময় ভেন্যু

২২ ডিসেম্বর লাল-সবুজ ১ টা সিলেট

নীল-হলুদ ৫ টা সিলেট

২৩ ডিসেম্বর লাল-হলুদ ১ টা সিলেট

নীল-সবুজ ৫ টা সিলেট

২৫ ডিসেম্বর নীল-লাল ১ টা সিলেট

সবুজ-হলুদ ৫ টা সিলেট

২৬ ডিসেম্বর লাল-সবুজ ১ টা সিলেট

নীল-হলুদ ৫ টা সিলেট

২৮ ডিসেম্বর লাল-হলুদ ১ টা মিরপুর

নীল-সবুজ ৫ টা মিরপুর

২৯ ডিসেম্বর নীল-লাল ১ টা মিরপুর

সবুজ-হলুদ ৫ টা মিরপুর

৩১ ডিসেম্বর ফাইনাল ৪ টা মিরপুর

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/নূরুল/ডিসেম্বর ২০,২০১৩)