পাকিস্তান নিয়ে শঙ্কিত নন পাপন
দ্য রিপোর্ট প্রতিদেবক : সুযোগ পেলেই বাংলাদেশে খেলতে আসার ব্যাপারে বেঁকে বসতে পারে পাকিস্তান । সুযোগ পেয়েছে দেশটি! দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিকে পুঁজি করে বাংলাদেশে খেলতে না আসার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ নিয়ে শঙ্কিত নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
শুক্রবার এ ব্যাপারে শঙ্কা উড়িয়ে দিয়ে নাজমুল হাসান বলেছেন, ‘আমার মনে হয় না এসিসি বা আইসিসির আসর নিয়ে পাকিস্তানের কোন সমস্যা আছে। আশা করি সবকিছু ঠিকভাবে আয়োজিত হবে।’
যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের সংসদে বিল পাস হওয়ায় বাংলাদেশে সমালোচনার ঝড় উঠেছে। এমনকি প্রতিবাদ হিসেবে পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ের ঘটনাও ঘটেছে। এ অবস্থায় এশিয়া কাপ ও টোয়েন্টি২০ বিশ্বকাপে খেলতে আসা নিয়ে শঙ্কায় পড়েছে পিসিবি।
এ বিষয়ে পাকিস্তানের অনলাইন সংবাদমাধ্যমগুলো পিসিবির সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে আমরা আগে দেখব আইসিসি আগামী জানুয়ারির সভায় কি সিদ্ধান্ত গ্রহণ করে টোয়েন্টি২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে। যদি আইসিসি বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেয় সেক্ষেত্রে এশিয়া কাপও অবশ্যই সেখানে স্থগিত করা উচিত এবং একটা সুবিধাজনক সময় বের করে এশিয়া কাপের নতুন সময় নির্ধারণ করা প্রয়োজন।’
গত ২ বছর ধরে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ভালো নয় বাংলাদেশের। গত বছর মুশফিকদের স্বল্প পরিসরে পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা জনিত কারণে আদালতের রায়ে সফর স্থগিত করে বিসিবি।
(দ্য রিপোর্ট/এমএ/সিজি/নূরুল/ডিসেম্বর ২০,২০১৩)