জোহরা তাজউদ্দীনের মৃত্যুতে খালেদা জিয়ার শোক
দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে এক শোকবার্তা পাঠিয়েছেন। শোকবার্তায় তিনি বলেন, মরহুমা জোহরা তাজউদ্দীন একজন দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে দেশের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন জাতীয় রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে দেশমাতৃকার মুক্তির জন্য সৈয়দা জোহরা তাজউদ্দীন যে অবদান রেখেছেন তা জাতি কোনদিন ভুলবে না। তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একজন সুদক্ষ সংগঠক ও প্রথিতযশা রাজনীতিবিদ হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। গণতন্ত্রের প্রতি তার আন্তরিক নিষ্ঠা তাকে একটি স্বতন্ত্র মাত্রা দিয়েছিল।
খালেদা জিয়া বলেন, দেশের স্বাধিকার, স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে তিনি ছিলেন সবসময় আপোষহীন। দেশমাতৃকার মুক্তির জন্য তিনি যে অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।
বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ ও মানুষের প্রতি সহমর্মী মরহুমা সৈয়দা জোহরা তাজউদ্দীন রাজনীতির পাশাপাশি সমাজসেবার নানা কাজের সঙ্গে আজীবন যুক্ত ছিলেন। তিনি মরহুমা সৈয়দা জোহরা তাজউদ্দীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও ভক্তদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান।
(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এপি/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)