দ্য রিপোর্ট প্রতিবেদক : শনিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া ১৮ দলের ডাকা দেশব্যাপী টানা ৮৩ ঘণ্টার সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচি সফলের আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশব্যাপী যৌথবাহিনী ও আওয়ামী ক্যাডারদের সশস্ত্র সন্ত্রাসী তাণ্ডবে গোটা দেশ বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে। সাতক্ষীরা, মেহেরপুরে সরকার যৌথবাহিনী ও দলীয় ক্যাডারদের দিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করেছে তা মানবসভ্যতার ইতিহাসে নজিরবিহীন। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর, বিষ্ণুপুর ও ভদ্রখালী গ্রামে হামলা চালিয়ে মানুষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। সন্ত্রাসী হামলায় ৩টি গ্রাম পুড়ে ছারখার হয়ে গেছে। সাতক্ষীরা জেলা এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসে জেলার অধিকাংশ উপজেলাই বিরাণভূমিতে পরিণত হয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের প্রত্যক্ষ মদদে দলীয় উচ্ছৃঙ্খল ক্যাডাররা রাজধানী ঢাকার কূটনৈতিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে বিদেশি নাগরিক, কূটনীতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর হুমকি সৃষ্টি করছে। প্রধানমন্ত্রীর একক গোয়ার্তুমির কারণে দেশ এক ভয়াবহ সংকটের গহ্বরে নিপতিত। বিশ্বসম্প্রদায়ের মতামত অগ্রাহ্য করে সরকার দেশকে আন্তর্জাতিক মহলে বন্ধুহীন করে তুলেছে।’

জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, ‘সরকারের জুলুম, নির্যাতন ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ উপায়ে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছে। জনগণের এ অপ্রতিরোধ্য আন্দোলন রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে নস্যাৎ করা যাবে না। পৃথিবীর কোনো স্বৈরশাসকই জনগণের উপর জুলুম, নির্যাতন চালিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতে পারেনি, এ সরকারও পারবে না।’

(দ্য রিপোর্ট/কেএ/এপি/ডিসেম্বর ২০, ২০১৩)