দ্য রিপোর্ট প্রতিবেদক : টাটা ওপেনের প্রথম রাউন্ডে ২০তম স্থানে শেষ করেছিলেন বাংলাদেশের গলফার জামাল হোসেন মোল্যা। দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছেন। এক লাফে ১৯ ধাপ এগিয়ে শীর্ষ স্থান দখল করেছেন তিনি।

প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই) আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশের অপর ২ গলফার শাখাওয়াত হোসেন সোহেল যৌথভাবে ৪৯তম ও রেজাউল করিম যৌথভাবে ৯০তম স্থানে রয়েছেন।

জামশেদপুরের বেলদি অ্যান্ড গোলমুরি গলফ ক্লাবে দ্বিতীয় রাউন্ডে জামাল পারের চেয়ে ৭ শট কম খেলে স্থানীয় তারকাদের পেছনে ফেলে লিডার্স বোর্ডের শীর্ষে উঠেছেন। আগের দিন ১৮ হোলের রাউন্ডে ৩ বার্ডি ও এক বোগি করে ৭১ শট পারের চেয়ে ২ শট কম নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন।

শুক্রবার দ্বিতীয় রাউন্ডে ৮ বার্ডির বিপরীতে মাত্র একটিতে বোগি করেছেন তিনি। ১৮ হোলের রাউন্ডের প্রথমার্ধে ৪টি বার্ডি ও এক বোগি করেছেন। পরে ৬৪ শট খেলে দিনের সেরা তারকা ২ রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৯ শটে এগিয়ে রয়েছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ২০, ২০১৩)