মার্কিন পণ্য বর্জন করছে ভারতীয়রা
কলকাতা প্রতিনিধি : কূটনীতিক দেবযানী খোবরাগারেকে গ্রেফতার ও হেনস্তার ঘটনায় ভারতীয়রা মার্কিন পণ্য বর্জন করছে।
শুক্রবার মুম্বাইয়ের শহরতলিতে কিছু বিক্ষোভকারী মার্কিনি পণ্য বর্জনের দাবিতে ডোমিনোজ পিজ্জা আউটলেটে হামলা চালায়। যদিও পুলিশ ও আমেরিকান ফুড চেইন সংস্থাটি জানিয়েছে এই ঘটনায় কেউ আহত হননি।
এদিন বিকেল থেকে দিল্লি, কলকাতা, মুম্বাইয়ের মত বড় বড় শহরের ডোমিনোজ পিজ্জা আউটলেটে অন্যান্য দিনের মত ভিড় দেখা যায়নি।
এর আগে ওয়াশিংটন জানিয়েছে তারা খোবরাগারে ইস্যুতে ক্ষমা চাইবে না। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র মেরি হার্ফ ওই কূটনীতিকের বিরুদ্ধে ওঠা অভিযোগও প্রত্যাহার করা হবে না বলে জানিয়ে দিয়েছেন। কিন্তু দুঃখ প্রকাশ করলেও গ্রেফতার প্রসঙ্গে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে এখনো সরে আসেনি।
ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ বলেন, কোনও রকম টালবাহানা না করে যুক্তরাষ্ট্রকে খোবরাগারে ইস্যুতে ক্ষমা চাইতে হবে। খোবরাগারের বিরুদ্ধে ওঠা অভিযোগও প্রত্যাহার করতে হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে ভারত পাল্টাচ্ছে। সময় পাল্টাচ্ছে, পৃথিবীও পাল্টাচ্ছে।
এদিকে হোয়াইট হাউস খোবরাগারের গ্রেফতার এবং আইনি প্রক্রিয়াও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলার অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কূটনীতিক সম্পর্ক নিয়ে ভারতকে ভিয়েনা চুক্তির কথাও মনে করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কারনে বলেন, প্রেসিডেন্ট ওবামাকে বিষয়টি জানানো হয়েছে। আমরা বলতে পারি, কর্মস্থলে আমাদের কূটনীতিকদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিয়েনা কনভেনশন অনুযায়ী আমাদের কনস্যুলার এবং কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে আমরা ভারতের সঙ্গে কাজ করে চলেছি।
(দ্য রিপোর্ট/আদসি/এসবি/ডিসেম্বর ২০, ২০১৩)