দিরিপোর্ট২৪ ডেস্ক : জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের টেলিফোনে আড়িপাতার ঘটনার তদন্ত করতে ওয়াশিংটন যাচ্ছেন জার্মান গোয়েন্দা প্রধানেরা। এছাড়া আড়িপাতার বিষয়ে ইউরোপের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়ছে। খবর বিবিসি’র।

এ সফরে জার্মানির বিদেশ ও দেশকেন্দ্রিক গোয়েন্দা সংস্থার প্রধানগণ হোয়াইট হাউস ও ন্যাশনাল সিকিউটিরি এজেন্সির (এনএসএ) সঙ্গে কথা বলবেন। তবে এ সফরের সময়সূচি এখনও ঠিক হয়নি।

এদিকে আড়িপাতার ঘটনায় উদ্ভুত আস্থার ঘাটতিকে উল্লেখ করে ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা সতর্ক করে বলেন, এটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধকে ক্ষতিগ্রস্থ করবে। ইইউ প্রেসিডেন্ট হ্যারমান ফান জানিয়েছেন, গোয়েন্দাদের কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয়– এই বিষয়ে একটি সিদ্ধান্তে আসার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্স এবং জার্মানি দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব রেখেছে৷

ফ্রান্স ও জার্মানির পথ ধরে স্পেনও শুক্রবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে। একই বিষয়ে ইতালিও ক্ষোভ প্রকাশ করেছে।

এদিকে শুক্রবারে এনএসএ’র ওয়েবসাইট কয়েক ঘণ্টার জন্য অকার্যকার হয়ে পড়ে। কয়েকটি হ্যাকিং গ্রুপ একে নিজেদের কাজ বলে দাবি করছে। অন্যদিকে এনএসএ বলছে নিয়মিত আপডেটের অংশ হিসেবে সাইটে এরর দেখা দিয়েছিল।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/জেএম/অক্টোবর ২৬, ২০১৩)