সীতাকুন্ডে নাশকতা সৃষ্টির অভিযোগ আটক ২৯
চট্টগ্রাম সংবাদদাতা : যৌথবাহিনী অভিযান চালিয়ে শনিবার রাত ১২টা পর্যন্ত সীতাকুন্ডে সহিংসতা সৃষ্টিতে অভিযুক্ত আব্বাসসহ ২৯ জনকে গ্রেফতার করেছে।
সীতাকুন্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গত ১২ ঘণ্টায় সীতাকুন্ডের বিভিন স্থানে অভিযান চালিয়ে মহাসড়কে নাশকতা সৃষ্টিতে অভিযুক্ত ও ২৩ মামলার আসাম আলী আব্বাসসহ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ১১টায় ফকিরহাট থেকে আব্বাসকে পুলিশ আটক করে। তার বাড়ি পৌরসদরের দক্ষিণ আমিরাবাদ এলাকায়।
অপরদিকে ১৮ দলীয় জোটের চতুর্থ দফা ৩ দিনের অবরোধ কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড এলাকার বিভিন্ন স্থানে ১৫টি গাড়িতে আগুন দেওয়াসহ ৪০টি পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান ভাঙচুর করা হয়। এসব ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৫১ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করে।
এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গত বৃহস্পতিবার ও শুক্রবার সীতাকুন্ডেরি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮ জন বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীকে আটক করে।
সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান জানান, আটকরা মহাসড়কে গাড়িতে আগুন ও ভাঙচুর ঘটনায় জড়িত।
(দ্য রিপোর্ট/কেএইচএস/জেএম/ডিসেম্বর ২১, ২০১৩)