লিবিয়ায় গোয়েন্দা কর্মকর্তা খুন
দ্য রিপোর্ট্ ডেস্ক : লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজীর সামরিক গোয়েন্দা প্রধান গুলিতে নিহত হয়েছেন। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানান। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া।
ওই কর্মকর্তা জানান, পূর্বাঞ্চলীয় শহর ধার্নায় গুলিতে নিহত হন কর্নেল ফাতল্লাহ আবদেল-রহিম আল-কাজেরি। তিনি বলেন, বন্দুকধারীরা আল-কাজেরিকে তার বাড়ির সামনে গুলি করে মারে। এসময় তিনি এক আত্মীয়ের বিয়েতে অংশগ্রহণ শেষে বাড়িতে ফিরে আসেন। এ মাসেই তিনি গোয়েন্দা বাহিনীর প্রধান হন।
(দ্য রিপোর্ট/জেএম/ডিসেম্বর ২১, ২০১৩)