এক শতাব্দী পর জার্মান ইউ-বোট
দ্য রিপোর্ট ডেস্ক : প্রায় এক শতাব্দী পর আবার দেখা মিলল প্রথম বিশ্বযুদ্ধের সময়ের ভয়ঙ্কর জার্মান ইউ-বোটের।
তবে সেই ভয়ঙ্কর রূপ নিয়ে আর হাজির হতে পারেনি। প্রায় একশ বছর পর ব্রিটেনের কেন্ট উপকূলে ভেসে উঠেছে প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি জার্মান ইউ-বোট সাবমেরিন।
ব্রিটেনের গ্রেইন দ্বীপের হাম্বলবি উপকূলে ভেসে উঠা জার্মান ইউ-বোট। ধারণা করা হয় এটি একটি ইউবি-১২২ ইউ-বোট।
এক সময়ে ভয়ঙ্কর সাবমেরিনের শুধু ধ্বংসাবশেষই রয়েছে এখন।
এই ধ্বংসাবশেষ এখনও দেখতে পারবেন মেডওয়ে নদীর তীরে।
ধারণা করা হয় এটি একটি ইউবি-১২২ ইউ-বোট যা ১০টি টর্পেডো বহন করতে সক্ষম ছিল।
এটিতে ক্রু থাকতো ৩৪ জন। ১৯১৬ থেকে ১৯১৮ সালের মধ্যে এরকম ৯৬টি ইউ-বোট নির্মাণ করে জার্মানি।
এরকম অত্যাধুনিক সাবমেরিন ব্যবহার করে প্রথম বিশ্বযুদ্ধে জয়ের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল জার্মানি। যদিও শেষ পর্যন্ত হারতেই হয়েছে তাদের।
(দ্য রিপোর্ট/জেএম/লতিফ/ডিসেম্বর ২১, ২০১৩)