দ্য রিপোর্ট ডেস্ক : চলতি মাসের শুরুতে লেবাননের শিয়াভিত্তিক সংগঠন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান আল-লাকিসকে হত্যার দায়ে ইসরায়েলকে ‘শাস্তি’ দেয়া হবে বলে হুমকি দিয়েছেন সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ।

এক টেলিভিশনে হাসান আল-লাকিসের স্মরণানুষ্ঠানে তিনি বলেন, ‘হত্যাকারীকে আজ অথবা কাল শাস্তি দেয়া হবে। যারা আমাদের ভাইদের হত্যা করেছে তাদের জন্য পৃথিবীর কোনো স্থানই নিরাপদ নয়।’

হাসান আল-লাকিসকে হত্যার জন্য হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করছে। তবে ইসরায়েল বরাবরই তা অস্বীকার করছে। (সূত্র: এএফপি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ লতিফ/ডিসেম্বর ২১, ২০১৩)