মহাখালী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক : মহাখালী বাস টার্মিনাল থেকে পরীক্ষামূলকভাবে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল পৌনে দশটায় ঢাকা-ময়মনসিংহ রুটে এনা পরিবহনের একটি বাস ছাড়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। বাসটিতে বেশ কয়েকজন যাত্রী ছিল। এছাড়া তিনজন পুলিশও বাসটি ছেড়ে যাবার সময় যাত্রীদের সঙ্গে ছিলেন। মহাখালী বাস টার্মিনালে বেশ কিছুসংখ্যক পুলিশের উপস্থিতিও দেখা গেছে।
মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, টানা অবরোধের কারণে আমরা পরিবহন মালিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমাদের শ্রমিকরা কাজ না করার কারণে মানবেতর জীবনযাপন করছে। আমরা বাধ্য হয়েই বাস চলাচল শুরু করেছি।
(দ্য রিপোর্ট/ এ/এমডি/লতিফ/ডিসেম্বর ২১, ২০১৩)