খালেদ খানকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্তরের মানুষ
দ্য রিপোর্ট প্রতিবেদক : অভিনেতা ও নির্দেশক খালেদ খানকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে শহীদ মিনারে সমবেত হয়েছেন সর্বস্তরের মানুষ। সকাল পৌনে এগারটায় তার মরদেহ শহীদ মিনারে নেয়া হয়। এ সময় তার পরিবারের সদস্যসহ সহকর্মী, সুহৃদ, সতীর্থরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও জাহাঙ্গীর কবির নানক তার কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
প্রসঙ্গত, শুক্রবার রাত ৮টা ১৮ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদ খান। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ আনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে টাঙ্গাইলের মির্জাপুরে তার গ্রামের বাড়িতে। মির্জাপুরেই শায়িত হবেন খালেদ খান।
(দ্য রিপোর্ট/এমকে/এইচএসএম/লতিফ/ডিসেম্বর ২১, ২০১৩)