চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে ১৮ দলের অবরোধের প্রথমদিন ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে। তবে ১৮ দলের নেতাকর্মীদের মাঠে দেখা যাচ্ছে না। আন্দরকিল্লা, কাজীর দেউড়ী, দেওয়ানহাট এলাকায় সকালে ৪-৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে।

অবরোধ কর্মসূচিতে সহিংসতা মোকাবিলায় কঠোর অবস্থানে আছে বিজিবি, পুলিশ, র‌্যাব।

নগর পুলিশের উপকমিশনার (সদর) মাসুদ-উল-হাসান জানান, সকালে বিক্ষিপ্ত কিছু ককটেল বিস্ফোরণ ঘটেছে। তা ছাড়া পরিস্থিতি পুরোই স্বাভাবিক।

এদিকে দামপাড়া এলাকায় যাত্রীবেশে ওঠে একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী দ্য ‍রিপোর্টকে জানান, দামপাড়া পুনাক মোড় থেকে সকালে আগ্রাবাদ যাওয়ার কথা বলে চার যুবক অটোরিকশায় ওঠেন। পরে সেটিতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় তারা।

(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/লতিফ/ডিসেম্বর ২১, ২০১৩)