‘নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর’
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার সকালে ইউনেস্কোর উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ জার্নালিজম অ্যাওয়ার্ডস ২০১৩’-এ তিনি একথা জানান।
তিনি বলেন, শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত সরকার। আর একজন নির্বাচিত প্রধানমন্ত্রী কখনই একজন অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন না।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যদি অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, তবে তা হবে বাংলাদেশের সংবিধানের নীতির বিরুদ্ধে। আর বিরোধী দল যদি চায় যে প্রধানমন্ত্রী অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক, তাহলে প্রথমে তাকে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে হবে।
আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসানুল হক ইনু। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনেস্কোর অফিসার ইনচার্জ কিচি ওয়াইসু, প্রোগ্রাম অফিসার নাঈমা নার্গিস প্রমুখ।
(দিরিপোর্ট২৪/এম/এএস/অক্টোবর ২৬, ২০১৩)