দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশকে পোলিও মুক্ত রাখতে, সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাসচিব এম এম নিয়াজউদ্দিন।

শেরেবাংলা নগরে শিশু হাসপাতালে ২১তম জাতীয় টিকা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, এবার ০-৫ বছর বয়সী সকল শিশুকে টিকা কেন্দ্রে পোলিও টিকা খাওয়ানো হবে। স্থানীয় টিকা কেন্দ্র ছাড়াও বিভিন্ন বাস, ট্রাক, লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমাণ টিকা কেন্দ্রের মাধ্যমেও টিকা খাওয়নো হবে।

এছাড়াও তিনি বলেন, যে সকল শিশু আজকে (শনিবার) টিকা খাওয়া থেকে বাদ পড়বে তাদের আগামী চার দিনের মধ্যে টিকা কেন্দ্রে যোগাযোগ করে টিকা খাওয়াতে পারবে।

(দ্য রিপোর্ট/ এমএম/শাহ/এমডি/ ডিসেম্বর ২১, ২০১২)